আজকাল ওয়েবডেস্ক: মহালয়ার সকালে মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা। বুধবার সকলে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে জঙ্গিপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায় বহরমপুর থেকে জঙ্গিপুরগামী একটি বেসরকারি বাসের সাথে উল্টোদিক থেকে আসা সরকারি বাসের সংঘর্ষ ঘটে।আহত হলেন দু'টি বাসের কমপক্ষে ১২ জন যাত্রী। আহত যাত্রীদের চিকিৎসার জন্য সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে -বুধবার সকাল সাতটা নাগাদ একটি বেসরকারি বাস বহরমপুরের দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। সাগরদিঘি থানার ধুমারপাহাড় এলাকায় ছোট পথ দুর্ঘটনার কারণে রাস্তাতে যানজট থাকার কারণে বেসরকারি বাসটি তার নির্দিষ্ট 'লেন' ছেড়ে উল্টোদিকের 'লেন' ধরে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। ঠিক সময় একটি সরকারি বাস তার নির্দিষ্ট 'লেন' ধরে বহরমপুরের দিকে যাচ্ছিল। ধুমারপাহাড় এলাকায় দুটি বাসের পাশাপাশি সংঘর্ষ হয়।
আপেল শেখ নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, 'দুর্ঘটনার সময় বেসরকারী বাসটিতে যাত্রী ভর্তি ছিল। সরকারি বাসটিতে তুলনামূলকভাবে কম যাত্রী ছিল। দুর্ঘটনার অভিঘাতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।' স্থানীয় লোকজন এবং সাগরদিঘি থানার পুলিশের সহযোগিতায় তাঁদের সকলকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে আহত যাত্রীদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয়।
