আজকাল ওয়েবডেস্ক: পাশে উপস্থিত রাজ্যের মন্ত্রী। কিন্তু তিনিই মধ্যমনি। সোমবার বীরভূম জেলার কার্নিভাল-এর উদ্বোধন করে এই বার্তাই দিতে চাইলেন অনুব্রত মণ্ডল। 

 

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার রাজ্যের সব জেলায় আয়োজিত হয়েছে পূজা কার্নিভাল। অন্যান্য জেলার মতো বীরভূমেও এদিন বিকেলে শুরু হয়েছে এই উৎসব। এই উপলক্ষে তৈরি হওয়া মূল মঞ্চের চেয়ারে বসেন অনুব্রত। পাশে ছিলেন কন্যা সুকন্যা এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন কার্নিভালের উদ্বোধনের পর জেলায় কেউ কেউ প্রশ্ন তুলেছেন মন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে একজন নেতা সরকার ঘোষিত এরকম একটি অনুষ্ঠানের সূচনা করতে পারেন! যদিও এটাই প্রথম নয়। এর আগে একাধিকবার বিতর্ক দানা বেঁধেছিল অনুব্রতকে ঘিরে। 

 

মঞ্চেও তিনিই প্রথম বক্তব্য পেশ করেন। যেখানে বিভেদ ঘুচিয়ে সকলকে একসঙ্গে চলার পরামর্শ দেন। উল্লেখ্য, পূজার কয়েকদিন আগেই জামিন পেয়েছেন অনুব্রত। দু'বছর জেলবন্দি থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি অংশগ্রহণ করেছেন তাঁর গ্রামের বাড়ির পূজাতেও।