আজকাল ওয়েবডেস্ক : এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদ জেলায় ফের মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার  ত্রিমোহিনী পশ্চিমপাড়া এলাকায়। মৃত এই ব্যক্তির নাম তোজাম্মেল শেখ (৬৫)। 


তোজাম্মেলের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর  -এর শুনানির জন্য নোটিশ পাওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ছিলেন। এই কারণেই ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে তোজাম্মেলের। 

 

তৃণমূল কংগ্রেসের নওদা বিধানসভা এলাকার পর্যবেক্ষক মোশারফ হোসেন মধু বলেন," তোজাম্মেল ছাড়াও তাঁর পরিবারের আরও দুই সদস্য এসআইআর -এর শুনানির জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিস পেয়েছিলেন। এই কারণে ওই প্রৌঢ় আতঙ্কে ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয়েছে।"


 
তিনি আরও  বলেন," বিজেপি এবং নির্বাচন কমিশন এসআইআর-এর নামে বাংলার সাধারণ মানুষকে হয়রানি করে চলেছে। বিজেপি বাংলার সংস্কৃতি এবং কৃষ্টি সম্পর্কে কিছুই জানে না। তাদের জন্য একের পর এক মানুষ মারা যাচ্ছেন। এরপরও বিজেপি প্রার্থীরা কীভাবে বিধানসভা নির্বাচনের সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট চাইবে?"


 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ৭ দিন আগে পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা তোজাম্মেল শেখ , তাঁর স্ত্রী এবং পুত্র রাজেশ শেখের নামে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর  -এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়।। এরপর থেকেই আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি । দিন দুয়েক  আগে স্থানীয় বাজারে গিয়ে হঠাৎ করে সংজ্ঞাহীন হয়ে পড়েন তোজাম্মেল। এরপর তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তোজাম্মেলের অবস্থার অবনতি হলে পরিবারের লোকেরা কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানেই শনিবার মৃত্যু হয়েছে তোজাম্মেলের। 


 
তোজাম্মেলের এক ভাই মহসিন শেখ বলেন, "এসআইআর  -এর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আমার দাদা আতঙ্কে ছিলেন। দিন কয়েক আগে দাদার ছেলে রাজেশ শেখের নামে প্রথমে শুনানির জন্য নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। তারপরই দাদা এবং বৌদির নামেও নোটিশ এসে পৌঁছায়।"
 
ওই ব্যক্তি বলেন," ২০০২-এর  ভোটার তালিকায় আমার দাদা, বৌদির নাম ছিল। নতুন করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা যায়  ভোটার তালিকায় আমার দাদা এবং তাঁর বাবার নামের ছোট্ট কিছু ভুল রয়েছে। সেই কারণেই  দাদার পরিবারের ৩ জনকে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর -এর শুনানির নোটিশ পাঠানো হয়েছিল।"

 

 মৃতের পরিবারের দাবি গত দু'দিন আগে মাঠে কাজ করতে গিয়ে আতঙ্কে সেখানে থাকতে পারেনি তোজাম্মেল। এরপর বাড়ি ফিরে আসার সময় স্থানীয় বাজারে সংজ্ঞাহীন হয়ে পড়ে যান তোজাম্মেল। তাদের আরও দাবি ,স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরিবারের লোকেদের জানিয়েছিলেন আতঙ্কের কারণে তোজাম্মেল ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছেন।