আজকাল ওয়েবডেস্ক: ভোট হবে ইভিএমেই। নির্বাচন চলাকালীন এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর দেশের শীর্ষ আদালতের এই রায়ের পরেই বিরোধীদের কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের আরারিয়া থেকে একটি জনসভায় মোদি বলেন, আজ আমাদের গণতন্ত্রের জন্য একটি শুভ দিন।

যারা ইভিএম নিয়ে কান্নাকাটি করত, তাদের সপাটে চড় মেরেছে সুপ্রিম কোর্ট। এখানেই শেষ নয়, দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, যখন ইভিএমে সততার সঙ্গে ভোট দিচ্ছেন দেশের নাগরিকরা, তখনও যে কোনও প্রকারে ইভিএম থেকে রেহাই চায় কংগ্রেস-সহ বিরোধীরা। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ওদের।