মা হওয়ার পর ক্যামেরার সামনে কোনও শুটিং করেননি অভিনেত্রী প্রীতি বিশ্বাস। মেয়ে আইরাকে একটু বড় করেই তবে কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। তবে এর মাঝেই ফ্যাশন ডিজাইনার তমশ্রী রায়ের উদ্যোগে এক বিশেষ ফটোশুট সেরে ফেললেন রাহুল প্রীতি। ছবি ‘রং রুট’-এর মাধ্যমে তাদের প্রথম আলাপ, আট বছর পর আবার এই ফটোশুটের কারণে একসঙ্গে ক্যামেরার সামনে রাহুল-প্রীতি। এই মুহূর্তে দর্শকের মনে একটাই প্রশ্ন—এই জুটি কি আবার ফিরবে টিভি বা ওয়েব সিরিজে? সময়ই বলবে। তবে পুরনো কেমিস্ট্রি আবার জেগে উঠল এই ফ্রেমে, তা বলাই যায়।”
