শুটিং শুরু হল রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্ল্যাটফর্ম এইট-এর নতুন ওয়েব সিরিজ 'খানিকটা প্রেমের মতো'র। যেখানে প্রথমবার জুটি বাঁধছেন রাহুল দেব বোস এবং মেঘা চৌধুরী, সঙ্গে এক মিষ্টি প্রেমের জুটিতে দুর্বার শর্মা ও আভেরী সিংহ রায়। শুটিংয়ের মাঝে কাজ ও প্রেম নিয়ে আড্ডা দিলেন সকলে
