১৯৯৫ সালের ৩১ জুলাই, আর পাঁচটা দিনের মতোই রাইটার্সে নিডের চেম্বার থেকে বেরিয়ে চশমার কাচ মুছতে মুছতে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছিলেন,‘হাতের মুঠোয় ধরা একটি মেশিন দিল্লি-কলকাতা জুড়ে দিল। মনে হল পাশের ঘর থেকে কেউ কথা বলছেন।’
