চম্পাহাটিতে চলছে পুলিশের বাজি চেকিং । নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হচ্ছে । নিষিদ্ধ শব্দবাজির রুখতে এবছর তৎপর পুলিশ প্রশাসন । পরিবেশবান্ধব বাজি কেনা বাধ্যতামূলক । পরিবেশবান্ধব বাজি না কিনলে সেই বাজি এবং ক্রেতাকে আটক করা হচ্ছে ।