আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে জলসঙ্কট চলছে। কীভাবে জলের এই সমস্যা কাটিয়ে উঠবে তা ভাবতেই হিমসিম খাচ্ছে সরকার। জলের চাহিদা মেটাতে ইতিমধ্যেই চালু করে হয়েছে হেল্পলাইন। যেখানে প্রতিদিন ২৬০০ থেকে ২৮০০ মিলিয়ন লিটার জল লাগে সেখানে মাত্র ১৫০০ মিলিয়ন লিটার জল মিলছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রধান বিরোধী দল বিজেপি কর্ণাটকের সরকারকে একহাত নিয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ইতিমধ্যেই সমস্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছেন। জলের কালোবাজারি রুখতে শুরু হয়েছে টাস্ক ফোর্স, বিধায়কদের জোরকদমে কাজ করার কথাও ঘোষণা করেছেন তিনি। গরমের আগেই বেঙ্গালুরুতে জলের এই হাহাকার রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে সেখানকার বাসিন্দারা। সমীক্ষা থেকে জানা গিয়েছে কর্ণাটকের সাত হাজারের বেশি গ্রাম, এগারোশো ওয়ার্ডের বিভিন্ন অংশে পানীয় জলের সঙ্কট দেখা দেবে। জলের ট্যাঙ্কার নিয়ে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে। তার বেশি নিলেই শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
