সংবাদসংস্থা, মুম্বই: অনেক আলোচনার পর, অভিনেতা হৃতিক রোশন তাঁর হিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি 'কৃশ'-এর চতুর্থ অংশের স্ক্রিপ্ট নিশ্চিত করেছেন। নতুন বছরের ফেব্রুয়ারিতেই শুটিং শুরু করছেন । মুম্বই সংবাদ সূত্র অনুসারে, ছবির চিত্রনাট্য লিখেছেন রাকেশ রোশন। গল্পটি নিয়ে খুবই আবেগপ্রবণ হৃত্বিক। কারণ, দীর্ঘ সময় পরে গল্পটি পুনরুজ্জীবিত হচ্ছে। কোনও ভুল হোক, সেটা কেউই চান না । সময় নির্ধারিত হয়েছে। হৃতিক এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই তিনি 'ফাইটার' ছবির শুটিং শেষ করেছেন। এবং সম্পূর্ণভাবে 'কৃশ ৪'-এ মনোনিবেশ করেছেন। এই ভূমিকার জন্য একটি ফিটনেস ট্রান্সফর্মেশনের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা। যার কিছু ঝলক তিনি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ছবির লোকেশন নিয়ে রেকি শুরু হয়েছে। সিঙ্গাপুরে বেশ কিছু দৃশ্যের শুটিং হবে বলে, সূত্রের খবর। সূত্রের ইঙ্গিত, এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রীতি জিন্টা থাকছেন না। নির্মাতারা চান প্রিয়াঙ্কা এই ভূমিকায় আবার ফিরে আসুক। অভিনেত্রীর আগ্রহের কথা জানতে শীঘ্রই তাঁর সঙ্গে যোগাযোগ করবে টিম। তবে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন কঙ্গনা রানাউতও। ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে, কঙ্গনা থাকবেন কিনা, সে বিষয়েও জল্পনা রয়েছে বলিপাড়ায়।