‘থর’-এ প্রথমবার ‘গড অব মিসচিফ’ অর্থাৎ ‘দুষ্টু দেবতা’ হয়ে পর্দায় হাজির হয়েছিলেন ‘লোকি’ তথা অভিনেতা টম হিডলস্টন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১৫ বছর। এই লম্বা সময়ে বহুবাদ বড়পর্দা থেকে ওটিটি সিরিজে ফিরেছে জনতামহলের প্রিয় চরিত্র লোকি। শেষবার বড়পর্দায় লোকিকে দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’ ছবিতে। কয়েক পশলা মুহূর্তের জন্য। এবার ফের বড়পর্দায় কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। মার্ভেলের আগামী ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স:ডুমসডে’-এ ফের লোকি হয়ে ফিরছেন তিনি! চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এ ছবি।
এবার টম হিডলস্টন ফের একবার প্রকাশ্যে জানালেন ভারতীয় সিনেমার প্রতি তাঁর গভীর ভালবাসার কথা। বিশেষ করে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের এক আবেগঘন সংযোগের কথাও উঠে এল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। এই কথোপকথনে ‘লোকি’ খ্যাত অভিনেতা স্মৃতিচারণা করলেন ভারতীয় ছবি দেখার প্রথম অভিজ্ঞতা থেকে শুরু করে ভবিষ্যতে ভারতীয় নির্মাতাদের সঙ্গে কাজ করার আগ্রহ নিয়েও।

সাক্ষাৎকারে টম জানান, বহু বছর আগেই শুরু হয়েছিল তাঁর ভারতীয় সিনেমার সঙ্গে পরিচয়। প্রশ্ন উঠতেই তিনি বলেন, জীবনে প্রথম যে ভারতীয় ছবিটি তিনি দেখেছিলেন, সেটি হল ২০০২ সালের আলোচিত মহাকাব্যিক ছবি ‘দেবদাস’। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই পিরিয়ড রোমান্টিক ড্রামায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই ও মাধুরী দীক্ষিত।সেই অভিজ্ঞতার কথা মনে করে টম বলেন, তিনি স্থানীয় এক সিনেমা হলে ছবিটি দেখেছিলেন এবং তা তাঁকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল। অভিনেতার কথায়, “আমি ‘দেবদাস’ দেখতে গিয়েছিলাম। জানি, ছবিটা অনেক পুরনো। কিন্তু সেই অভিজ্ঞতা আজও মনে আছে। একেবারে অসাধারণ ছিল। আমি এর আগে এমন কিছু কখনও দেখিনি।”
শাহরুখ খানের প্রতি টম হিডলস্টনের মুগ্ধতা নতুন নয়। ২০২৩ সালেই তিনি বলেছিলেন, যদি বলিউড থেকে কেউ তাঁর আইকনিক চরিত্র ‘লোকি’-র কোনও ভ্যারিয়েন্টে অভিনয় করতে পারেন, তবে তিনি নিঃসন্দেহে শাহরুখ খানকেই বেছে নেবেন। তখন টমের মন্তব্য ছিল, “শাহরুখ খান। তিনি দুর্দান্ত হবেন। আমার মনে হয়, তিনি একদম পারফেক্ট ভ্যারিয়েন্ট হবেন লোকির।”
ভারতের সঙ্গে টমের এই সংযোগ বারবার ঘুরে ফিরে শাহরুখেই এসে থামে। এমনকি একবার শব্দ-সংযোগের খেলায় খেলতে গিয়ে তিনি ‘ভারত’ ও ‘বলিউড’ দুটো শব্দের সঙ্গেই ব্যবহার করেছিলেন শাহরুখ খানের নাম।
সাক্ষাৎকারে ভবিষ্যতে ভারতীয় প্রজেক্টে কাজ করার সম্ভাবনাও উঠে আসে। যখন পরিচালক এস এস রাজামৌলির নাম তাঁর সামনে সম্ভাব্য ভারতীয় ছবির প্রোজেকটের পরিচালক হিসেবে তোলা হয়, টমের প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক। তিনি সেই ভাবনাকে “দারুণ” বলে উল্লেখ করেন এবং স্পষ্ট করে দেন যে এই ধরনের কাজের প্রতি তাঁর আগ্রহ রয়েছে।সব মিলিয়ে, ভারতীয় গল্প বলার ধরণ ও বলিউডের প্রতি টম হিডলস্টনের এই আন্তরিক ভালবাসা নতুন করে আশাবাদী করে তুলছে অনুরাগীদের। এবার দেখার, কবে সত্যিই হলিউড আর ভারতীয় সিনেমার এই দুই দুনিয়ার সংযোগ বাস্তবে রূপ নেয়।

তবে এইমুহূর্তে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। সম্প্রতি তিনি নেপালে শুট করেছেন ‘তেনজিং’ ছবির জন্য। এদিকে জনপ্রিয় সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার-এর নতুন অধ্যায়ও শুরু হয়েছে ১১ জানুয়ারি থেকে।
