প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’। কিন্তু দর্শকের হৃদয়ে তিনি শুধু একজন তারকা নন, তিনি আদরের ‘বুম্বাদা’। প্রজন্মের পর প্রজন্ম তাঁকে এই নামেই আপন করে নিয়েছে।  ইন্ডাস্ট্রির সহকর্মীরাও তাঁকে ডাকেন এই নামেই। আবার ছোটদের দুনিয়ায় তাঁর পরিচয় আলাদা। তিনি তাদের ‘কাকাবাবু’। গল্পের পাতায় জন্ম নেওয়া সেই জনপ্রিয় চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলে শিশুদের কল্পনায় স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। আর তা নিয়ে গর্বের শেষ নেই অভিনেতার।

আজকাল ডট ইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, শিশুদের কাছে তাঁর তারকাখ্যাতির পরিচয়ের চেয়েও ‘কাকাবাবু’ নামটাই বেশি আপন। তাদের চোখে পর্দা আর বাস্তবের মধ্যে কোনও আলাদা সীমারেখা নেই। তিনি বলেন, “ডাকনাম জনপ্রিয় হওয়াটা একটা বিশেষ অনুভূতি। বিগত ৪০-৪৫ বছরে তা-ই হয়েছে। মনে হয়, আমি সকলের বাড়ির লোক হয়ে গিয়েছি। কিন্তু কাকাবাবু নামটা বাঙালিদের আবেগ। আমারও এই ছবিটা করার পিছনে অন্যতম কারণ ছিল শিশুদের আনন্দ দেওয়া। আমাদের শিশুসাহিত্য আমাদের শক্তি। কিন্তু সেটা নিয়ে আমার তেমন কাজ করিনি।”

যাঁকে সবাই ‘ইন্ডাস্ট্রি’ বলে সম্বোধন করে, সেই মানুষটাই যেন খুদেদের কাছে নিখাদ বন্ধু। শুধু তা-ই নয়। তাঁর কাছে নানা প্রশ্নও ছুড়ে দেয় তারা। মিশে যায় বন্ধুর মতো। প্রসেনজিৎ বলেন, “ছবিটির প্রচারের জন্য আমরা একটা স্কুলে গিয়েছি। সেখানে সবাই আমাকে কাকাবাবু বলে ডাকছে। আমি একটি রেস্তরাঁয় গিয়েছি। একটা বাচ্চা এসে আমায় জিজ্ঞাসা করছে, ‘তোমার ক্রাচ কোথায়?’। আমি কোনও অনুষ্ঠানে গেলে বাচ্চারা জিজ্ঞাসা করে, ‘তুমি তোমার লাঠিটা আনোনি?’ এগুলো থেকে আমি অভিনেতা হিসাবে অনুপ্রেরণা পাই। কারণ ওদের সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাবিত করা যায় না।”

পুজোয় মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরাণী ‘র দুর্ধর্ষ সাফল্যের পর নতুন ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন প্রসেনজিৎ। আবারও জনপ্রিয় চরিত্র ‘কাকাবাবু’র ভূমিকায় তাঁকে দেখা যাবে। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ‘বিজয়নগরের হীরে’। আপাতত তারই প্রস্তুতিতে ব্যস্ত অভিনেতা।

‘বিজয়নগরের হীরে’ ছবিতে ফের কাকাবাবুর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সন্তুর ভূমিকায় অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক। উল্লেখযোগ্যভাবে, এবার আর সৃজিত মুখোপাধ্যায় নয়—কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রাশিস রায়। আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।