কেটে গিয়েছে প্রায় ২০ বছর। মেয়েকে হারিয়ে ফেলেছে শুভলক্ষ্মী। হাজার খুঁজেও তাকে পায়নি শুভলক্ষ্মী। বোঝাই যাচ্ছে, স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ' এগিয়ে গিয়েছে কুড়ি বছর। অর্থাৎ গল্পে বড়সড় লিপ এসেছে। ধারাবাহিকের গল্পে এবার শুভলক্ষ্মীর মেয়েকেও দেখানো হবে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী।
ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় একটা বাইকের সঙ্গে ধাক্কা লাগে শুভলক্ষ্মীর। বাইকটা চালাচ্ছিল তার নিজের মেয়ে। কিন্তু মা-মেয়ে কেউ কাউকে চিনতে পারে না। শুভ কি পারবে মেয়েকে চিনতে? হারিয়ে যাওয়া মেয়ের পরিচয় জানতে পারবে কি সে? উত্তর অপেক্ষায় দর্শক মহল।
স্বপ্নিলাকে এর আগে দর্শক দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা'য়। ওই ধারাবাহিকে অভিনেতা মৈনাক ঢোলের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁদের স্রোত-সার্থক জুটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এই মুহূর্তে মৈনাককে 'কনে দেখা আলো'য় দেখছেন দর্শক। যদিও 'মিঠিঝোরা'র পর আর ধারাবাহিকে দেখা মেলেনি স্বপ্নিলার। তবে এবার নতুন চরিত্রে ফিরলেন অভিনেত্রী। এবার তাঁর লুকেও এসেছে দারুণ চমক। বাইক চালাতেও দেখা যাচ্ছে তাঁকে। 'গৃহপ্রবেশ'-এর নতুন মোড়ে কোন চমক দেখান স্বপ্নিলা, তা জানার জন্য অপেক্ষায় আছেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর প্রযোজনায় এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই গল্পে প্রথমবার জুটি হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী ঊষসী রায় ও সুস্মিত মুখোপাধ্যায়কে। ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর কাজ করেছেন বহু সিরিজেও। একটি ছবিতেও কাজ করেছিলেন ঊষসী। তবে সে ছবি এখনও মুক্তি পায়নি। এরপর স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ'-এর মুখ্য চরিত্রে ফিরেছেন তিনি।
টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে প্রথমবার জুটি বেঁধেই একে অপরকে নাকি মন দিয়েছেন স্টার জলসার 'গৃহপ্রবেশ' ধারাবাহিকের নায়ক-নায়িকা। এই প্রথমবার জুটি হিসেবে পর্দায় দেখা যাচ্ছে তাঁদের। তবে পর্দার বাইরেও মাঝেমধ্যেই দেখা যাচ্ছে এই দুই নায়ক-নায়িকা। কখনও একসঙ্গে একই জায়গায় ছুটি কাটাচ্ছেন, কখনও আবার একান্তে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন।
সমাজমাধ্যমে যদিও আলাদা ছবি ভাগ করলেও নেটিজেনদের নজর যে কিছুতেই এড়ানো যায় না! একই জায়গা থেকে দু'জনের আলাদা ছবি একই সময়ে পোস্ট হতেই দুয়ে দুয়ে চার করেছেন সুস্মিত ও উষসীর অনুরাগীরা। তবে কি সত্যিই প্রেম করছেন তাঁরা? সেই উত্তর যদিও এখনও পর্যন্ত আসেনি ঊষসী-সুস্মিতের পক্ষ থেকে।
