আজকাল ওয়েবডেস্ক: বারাসাতের মেগা সমাবেশের উদ্দেশে সড়কপথে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধের সকালে পরপর কর্মসূচি তাঁর। তিনটি মেট্রো রুটের উদ্বোধনের পর কলকাতায় গঙ্গার নীচের মেট্রো সফর করেন তিনি। এরপরই দমদম বিমানবন্দরে পৌঁছে সড়কপথেই বারাসাতের উদ্দেশে রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন বারাসাতের কাছাড়ি ময়দানের জনসভায়। এখানে প্রথমবার সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই বারাসাতের জনসভায় পৌঁছে গেছেন সন্দেশখালির মহিলারা। যদিও সভায় পৌঁছনোর আগেই সন্দেশখালির মহিলাদের বাস আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যার প্রতিবাদে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা।
নির্বাচনের আগে মার্চের শুরুতেই বাংলায় পরপর তিনটি মেগা জনসভায় হাজির প্রধানমন্ত্রী। এর আগে গত ১ ও ২ মার্চ আরামবাগ ও কৃষ্ণনগরে সভা করেছেন মোদি। সেই সভাতেও সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছিলেন। কিন্তু বারাসাতের সভায় প্রথমবার সন্দেশখালির মহিলাদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।