আজকাল ওয়েবডেস্ক: কিংবদন্তী অভিনেত্রী বৈজয়ন্তীমালার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, চেন্নাইতে বৈজয়ন্তীমালার সঙ্গে দেখা করে আনন্দিত বোধ করেছি। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য তাঁকে পদ্ম বিভূষণ দিয়েছে ভারত সরকার। প্রসঙ্গত, কিছুদিন আগে বৈজয়ন্তীমালার সঙ্গে দেখা করেন অভিনেত্রী হেমা মালিনী। জুয়েল থিফের প্রধান অভিনেত্রীর সঙ্গে দেখা করে যথেষ্ট নিজের আনন্দ ব্যক্ত করেন হেমা মালিনীও। এবার তাঁর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রীও।