নতুন বছর নতুন শুরুর পাশাপাশি নতুন আশা নিয়ে আসে। কিন্তু আগামী বছর, অর্থাৎ ২০২৬ কিছু রাশির জন্য একদমই ভাল কাটবে না। রাহুর ক্রুরদৃষ্টি পড়বে এই রাশিগুলোর উপর।
2
5
২০২৬ সালে রাহু তার স্থান বদলাবে। বর্তমানে এটি কুম্ভ রাশিতে আছে। আগামী বছর এটি দুবার তার স্থান বদলাবে, একবার অগস্ট মাসে, আরেকবার ডিসেম্বরে। অগস্ট মাসে রাহু কুম্ভ রাশিতে থেকেই ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। আর ডিসেম্বর কুম্ভ থেকে মকর রাশিতে প্রবেশ করবে। আর এর জেরেই জীবন তোলপাড় হবে ৩ রাশির। নেতিবাচক প্রভাব পড়বে সমস্ত ক্ষেত্রেই।
3
5
বৃষ: এই রাশির জাতকদের সমস্যা বাড়াবে রাহু। পরিবারে অশান্তি বাঁধবে। কর্মক্ষেত্রে টার্গেট পূরণ করতে বেশ বেগ পেতে হবে। কোথাও বিনিয়োগ করে থাকলে সেটার থেকে লাভের বদলে ক্ষতির সম্ভাবনা বাড়বে। আর্থিক অবস্থাও টালমাটাল হবে। চাপ বাড়বে হুহু করে।।
4
5
সিংহ: এদেরও কর্মক্ষেত্রে বেজায় চাপে পড়তে হবে। অতিরিক্ত পরিশ্রম করতে হবে কাজ শেষ করার জন্য। ব্যবসায়ীদের ক্ষতির পাল্লা ভারী থাকবে। সম্পর্কের অবনতি ঘটবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে।
5
5
কন্যা: পুরনো কোনও বন্ধুর থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিশেষ ভাল যাবে না। বেজায় ভোগাবে। সহকর্মীদের কারণে সমস্যায় পড়তে হতে পারে। বিয়ের কথা চললে সেটা নানা কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।