হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনিদেব বা শনি গ্রহকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। শনি তাঁর গতি বা দিক পরিবর্তন করলেই সেটার ভাল বা খারাপ প্রভাব সমস্ত রাশির উপরেই পড়ে। আগামী বছরও ঘটতে চলেছে একই ঘটনা।
2
5
শনি গ্রহ বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। গত ২৮ নভেম্বর এটি মার্গী হয়েছে। ২০২৬ সালের জুলাই মাসে আবারও বক্রি হবে। তার জেরেই তোলপাড় হবে একাধিক রাশির জীবন। ছারখার হবে অশান্তি, ঝামেলার কারণে। তালিকায় আছে কারা?
3
5
মেষ: কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হবে, তার জেরে চাকরি বদলের সম্ভাবনা তৈরি হবে। মানসিক চাপ বাড়বে। জীবনে একের পর এক বিপদ আসবে। পরিবারে অশান্তির পরিবেশ তৈরি হবে।
4
5
কুম্ভ: একের পর এক বিপদের সম্মুখীন হতে হবে। ছোট ছোট কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগবে। অফিস পলিটিক্সের কবলে পড়তে হবে। স্বাস্থ্যের অবনতি হবে।
5
5
মীন: এই রাশির জাতকদের স্বাস্থ্যের অবনতি ঘটবে এই সময়। আর্থিক সমস্যায় পড়বেন। চাকরি নিয়ে টানাটানি হতে পারে। সহকর্মীদের কারণে বিপদে পড়বেন এই রাশির জাতকেরা।