শীত পড়লে ত্বক-ঠোঁট ফেটে চৌচির! হেঁশেলের কোন কোন জিনিসে লুকিয়ে জাদু, রইল তালিকা
নিজস্ব সংবাদদাতা
৫ ডিসেম্বর ২০২৫ ১৯ : ৩৮
শেয়ার করুন
1
5
শীতের মৌসুমে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয় ত্বককে। শুষ্ক ত্বকের কারণে শুধু সৌন্দর্যই নষ্ট হয় না, বরং ত্বকে অস্বস্তিও অনুভূত হয়। আপনিও যদি শীতকালে ড্রাই স্কিনের সমস্যায় ভুগে থাকেন, তবে কয়েকটি ঘরোয়া টিপস মেনে চললে খুব সহজেই ত্বককে ভাল রাখা সম্ভব। এগুলোর ব্যবহারে ত্বক দীর্ঘক্ষণ নরম ও উজ্জ্বল থাকে এবং আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজনও পড়ে না।
গরম জল নয়, হালকা গরম জল ব্যবহার করুন
2
5
শীতের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে স্নানের সময় হালকা গরম জল ব্যবহার করা জরুরি। অতিরিক্ত গরম জল ত্বকের ন্যাচারাল অয়েল কমিয়ে দেয়, ফলে ত্বক আরও রুক্ষ ও খসখসে হয়ে যায়।
3
5
ঠান্ডার সময় স্নান শেষে ত্বক ভেজা থাকতেই নারকেল তেল লাগালে তা আর্দ্রতা বন্ধ করে রাখে। এতে ত্বক দীর্ঘক্ষণ নরম ও মসৃণ থাকে। নারকেল তেল শীতে স্কিন কেয়ারের অন্যতম নিরাপদ ও কার্যকর উপায়।
4
5
ত্বক যদি রুক্ষ ও নিস্তেজ দেখায়, তাহলে দই বা দুধ ব্যবহার করতে পারেন। দুধে থাকা প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দইও একইভাবে ত্বকে উজ্জ্বলতা ও নরমভাব বাড়ায়।
5
5
বাড়িতে যদি সহজে গরু বা মোষের তাজা দুধ পাওয়া যায়, তবে তার সর মুখে ও ঠোঁটে লাগাতে পারেন। সর দিয়ে হালকা ম্যাসাজ করলে শুষ্কতা দূর হয় এবং ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে।