আজকাল ওয়েবডেস্ক: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। বড়সড় ধাক্কা খেলেন ক্ষুদ্র খাবার ব্যবসায়ী ও ছোট গাড়ির মালিকরা। টান পড়বে আমজনতার পকেটেও। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন শহরে আলাদা আলাদা দাম বেড়েছে। কলকাতায় দাম বেড়েছে ২৫ টাকা। চেন্নাইতে দাম বেড়েছে ১২.৫ টাকা। শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। কলকাতায় ১৯ কেজির গ্যাসের দাম হল ১,৯১১ টাকা। দিল্লিতে এই দাম হয়েছে ১,৭৯৫ টাকা। বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ফলে রান্না করা খাবারের দাম বাড়বে। ফলে মানুষের উপর পরোক্ষ চাপ বাড়বে। লোকসভা নির্বাচনের আগে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে ফের সমস্যায় পড়ল আমজনতা।
