আজকাল ওয়েবডেস্ক:‌ ত্রাণের লাইনে দাঁড়ানো প্যালেস্তাইনিদের উপর ইজরায়েলের হামলা। লাগাতার গুলিবর্ষণে মৃত অন্তত ১০৪ প্যালেস্তাইনি নাগরিক। আহতের সংখ্যা অন্তত ৭৬০। হামলার তীব্র নিন্দা জানিয়ে প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ‘‌এটি ঠান্ডা মাথায় ‘গণহত্যা’ ছাড়া আর কিছুই নয়।’‌ 
সাধারণ নাগরিকদের রক্ষার একমাত্র উপায় হিসাবে যুদ্ধবিরতি জারির জন্য জরুরি হস্তক্ষেপ করার জন্য রাষ্ট্রপুঞ্জকে আহ্বান জানিয়েছে তারা। জানা গেছে, গাজা শহরের পশ্চিম নাবুলসি গোল চত্বর এলাকায় ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে আসেন। সেই সময় নির্বিচারে গুলি চালায় ইজরায়েলি বাহিনী।