আজকাল ওয়েবডেস্ক:‌ কলেজ পড়ুয়াকে খুন করে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল। জানা গেছে মৃত যুবকের নাম যশ মিত্তল। নয়ডার এক ব্যবসায়ীর ছেলে সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে পড়ত। কলেজ হস্টেল থেকে গত সোমবার নিখোঁজ হয়ে যায় সে। এরপরই অপহৃত পড়ু্য়ার বাবা দীপক মিত্তলের কাছে মুক্তিপণ বাবদ ৬ কোটি টাকা চেয়ে মেসেজ আসে। এফআইআরের পর তদন্ত শুরু করে পুলিশ। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় গত সোমবার ফোন করতে করতে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে যশ। এরপর যশের কল রেকর্ড থেকে বেরিয়ে আসে বন্ধু রচিতের নাম। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, যশ প্রায়শই রচিত, শিবম, সুশান্ত ও শুভমের সঙ্গে বেরিয়ে যেত। রচিতকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ২৬ ফেব্রুয়ারি তারা শুভমকে উত্তরপ্রদেশের আমরোহা জেলার গজরৌলার একটি মাঠে পার্টির জন্য ডেকেছিল। কিন্তু সেই পার্টিতে ঝগড়ার পর যশকে খুন করে চার বন্ধু মাঠে পুঁতে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। রচিত ছাড়াও এক অভিযুক্তকে দাদরি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও অবধি তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্ত শুভমের খোঁজে চলছে তল্লাশি। এদিকে, অভিযুক্তরা দাবি করেছে, যশের পরিবারকে ভুলপথে চালিত করার জন্যই মুক্তিপণ চাওয়া হয়েছিল।