আজকাল ওয়েবডেস্ক: বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বিরোধীরা উত্তর-দক্ষিণকে ভাগ করে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলছে। এর ফলে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে উন্নতির ধারা বইছে তাতে দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে বিরোধী শিবির। তাই লোকসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে তাঁরা উত্তর-দক্ষিণ ভাগাভাগি শুরু করেছে। গুজরাটে বিগত ৩০ বছর ধরে সরকার চালাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং কর্ণাটকে  দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে রয়েছে বিজেপি। অন্ধ্রপ্রদেশে প্রতিদিনই বাড়ছে বিজেপির ভোটার। এই কারণেই ভয় পেয়েছে বিরোধীরা। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে প্রতিটি দলই নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। এদিন ফের একবার ইন্ডিয়া জোটকে আক্রমণ করে রাজনাথ সিং বলেন, জোট করতে গিয়ে দেশের মানুষের স্বার্থ ভুলে গিয়েছে বিরোধীরা। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতৃত্বে গোটা দেশ উন্নতির পথে চলেছে। বিজেপি সরকার যা বলে তা করে দেখায়। তাই বিরোধীরা নানাভাবে মানুষকে ভুল বোঝানোর কাজ করছে।