আজকাল ওয়েবডেস্ক: মহাদেব অ্যাপ নিয়ে ফের আসরে নামল ইডি। মহাদেব অনলাইন গেমিং অ্যাপ নিয়ে দেশের প্রায় ১৫ টি জায়গায় অভিযান ইডির। মুম্বই, পশ্চিমবঙ্গ, দিল্লির বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অভিযান ইডির। কলকাতা ও উত্তর ২৪ পরগণার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। সল্টলেকের ব্যবসায়ী সূরয চোখানির বাড়ি ও তাঁর কর্মচারী সর্বানী ভগতের ইছাপুরের বাড়িতে চলে তল্লাশি। পাশাপাশি হাতিবাগানে ব্যবসায়ী সঞ্জীব মোদীর বাড়িতে’ও ইডি তল্লাশি চালায়। মহাদেব অ্যাপকে ঘিরে যে আর্থিক তছরুপের অভিযাগ উঠেছে তার তদন্তেই ইডির এই বিশেষ অভিযান। ইডির দাবি, এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ যুক্ত রয়েছেন। এই মামলায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির আরও দাবি, ছত্তিশগড় থেকেই এই আর্থিক তছরুপের প্রধান মাস্টারমাইন্ড রয়েছে। বেশ কয়েকজন প্রোমোটার রয়েছেন যারা এই অ্যাপের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ইতিমধ্যেই বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটিদের এই ঘটনায় সমন পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ইডি দুটি চার্জশিট দাখিল করেছে। এই ঘটনায় মোট ৬ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ইডি।
