আজকাল ওয়েবডেস্ক: তিন হাজার তিনশো কেজি মাদক আটক করা হল গুজরাটের পোরবন্দর থেকে। ভারতীয় নৌসেনা এবং এনসিবি-র যৌথ অপারেশনে এই বিপুল পরিমান মাদক আটক করা হয়। নৌসেনার পক্ষ থেকে বলা হয়েছে সাম্প্রতিককালের মধ্যে এতবেশি মাদক উদ্ধার করা হয়নি। মঙ্গলবার একটি ছোটো জাহাজ থেকে এই মাদকগুলি আটক করা হয়। জাহাজে পাঁচজন ব্যক্তি ছিল। তাঁরা সকলেই পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। এই অপারেশনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনসিবি এবং ভারতীয় নৌসেনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দেশকে মাদকমুক্ত করার যে টার্গেট মোদি নিয়েছেন তাকে বাস্তবায়িত করল ভারতীয় নৌসেনা এবং এনসিবি। এই কাজের জন্য সকলকেই অভিনন্দন। গুজরাটের এটিসের পক্ষ থেকে বলা হয়েছে আরব সাগরের কাছে আন্তর্জাতিক সীমারেখায় এই অপারেশন চালানো হয়। একটি সন্দেহজনক জাহাজকে দেখতে পার ভারতীয় নৌসেনা। এরপর সেখানে তল্লাশি করতেই উদ্ধার হয় এই বিপুল পরিমান মাদক। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।