ফের বলিউডি অভিনেত্রীর ভুয়ো মৃত্যুর খবরে চাঞ্চল্য। মঙ্গলবার বিহারে পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোজপুরী অভিনেত্রী আঁচল তিওয়ারি। সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে খবর রটে মারা গিয়েছেন ‘পঞ্চায়েত’-খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারি। পঙ্কজ উধাসের মৃত্যুরেশ কাটতে না কাটেতেই এই খবরে স্বাভাবিক ভাবেই বলিউড ফের শোকাচ্ছন্ন। জীবিত অভিনেত্রীর কানে সে খবর পৌঁছতেই তিনি সামাজিক মাধ্যমে সরব। জানান, নামের গেরোয় এই জট। তিনি আর মৃত আঁচল তিওয়ারি এক নন। লেখেন, ‘আমি বেঁচে আছি।’

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন দু"টি পোস্ট । সেখানে অভিনেত্রীর দুই বন্ধু এক হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত আঁচলের মৃত্যুর খবর পোস্ট করে স্পষ্ট জানিয়েছেন, সম্পূর্ণ ভুয়ো খবর। তাঁদের অভিনেত্রী বন্ধুর কিছু হয়নি। তিনি জীবিত। সেই পোস্ট নিজের স্টোরিতে ভাগ করে নিয়েছেন জীবিত আঁচল ! 

খবর, ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেত্রী আঁচল মঙ্গলবার তাঁর গাড়ি, ট্রাক আর একটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে তিনি এবং গায়ক ছোটু পাণ্ডের মৃত্যু হয়েছে।। দুর্ঘটনায় ভোজপুরি বিনোদন দুনিয়ার ৪ উদীয়মান তারকা-সহ মোট নয় জন মারা গিয়েছেন।