আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট। বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আজ সোমবার এই রায় দেয়। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের শুনানি হয়েছিল ১১ অক্টোবর। শুনানি শেষে রায় ঘোষণা করেনি আদালত, বলা হয়েছিল সোমবার এই মামলার এই রায় ঘোষণা করা হবে।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাত জঙ্গি হলেন, রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ। তারা বর্তমানে জেলে রয়েছেন।