সংবাদসংস্থা, মুম্বই: ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স বলিউডে জনপ্রিয়তার শীর্ষে। স্পাই ইউনিভার্স ছবির কাস্ট ও গল্প নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। "পাঠান" ও "টাইগার" ব্লকব্লাস্টার হওয়ার পরে, "টাইগার বনাম পাঠান" তৈরি হবে এমন গুঞ্জন ছিল বলিউডে। এখন জোর গুঞ্জন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে যোগ দিতে চলেছেন আলিয়া ভাট। নতুন সেই ছবির সঙ্গে যোগ থাকছে শাহরুখেরও। 
আলিয়া ভাট এবং শাহরুখ খান ২০১৬ সালে "ডিয়ার জিন্দেগি" ছবিতে জুটি বেঁধেছিলেন । সূত্রের খবর, আলিয়াকে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে "পাঠানে"র প্রোটেজ হিসাবে দেখা যেতে পারে। নতুন স্পাই ইউনিভার্সের ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন শর্বরী ওয়াঘ। নির্মাতারা "পাঠান" এর সঙ্গে জুড়তে চাইছেন ছবিটিকে। সমালোচকরা আশা করছেন, আলিয়া -শর্বরী অভিনীত ছবিতে শাহরুখের ক্যামিও থাকতে পারে।
"গাঙ্গুবাঈ" অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের "রকি অর রানি কি প্রেম কাহানি"তে। তাঁর বিপরীতে ছিলেন রণবীর সিং। অভিনেত্রী গত বছর নেটফ্লিক্সের অ্যাকশন থ্রিলার "হার্ট অফ স্টোন" দিয়ে আমেরিকান ছবিতে ডেবিউ করেছেন। যেখানে গ্যাল গ্যাডট এবং জেমি ডরনানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।