আজকাল ওয়েবডেস্ক: বেনারস নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদির। রাহুল গান্ধী মন্তব্য করেন, মদ্যপান করে অনেক মানুষকে তিনি বেনারসের রাস্তায় শুয়ে থাকতে দেখেছেন। এর পাল্টা মোদি জানান, যাঁর নিজেরই মাথার ঠিক নেই সে আবার আমার বেনারসের সন্তানদের নিয়ে মন্তব্য করছে। নাম না করে প্রধানমন্ত্রীর বক্তব্য, শাহী পরিবারের "যুবরাজ" বেনারসের মানুষকে অপমান করেছে।
রাহুল গান্ধীর পাশাপশি ইন্ডিয়া জোটকেও একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "এই অপমান ভুলবেন না। ওঁরা তরুণদের প্রতিভাকে ভয় পায়। কাশী, অযোধ্যার নতুন রূপ ওরা পছন্দ করে না।" কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, দুর্নীতির কারণে উত্তরপ্রদেশ কয়েক দশক ধরে উন্নয়নে পিছিয়ে ছিল। তাঁর বিশ্বাস, উত্তরপ্রদেশের সমস্ত আসন এনডিএ-তে যাবে।
রাহুল গান্ধীর পাশাপশি ইন্ডিয়া জোটকেও একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "এই অপমান ভুলবেন না। ওঁরা তরুণদের প্রতিভাকে ভয় পায়। কাশী, অযোধ্যার নতুন রূপ ওরা পছন্দ করে না।" কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, দুর্নীতির কারণে উত্তরপ্রদেশ কয়েক দশক ধরে উন্নয়নে পিছিয়ে ছিল। তাঁর বিশ্বাস, উত্তরপ্রদেশের সমস্ত আসন এনডিএ-তে যাবে।
