আজকাল ওয়েবডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন মণীশ সিসোদিয়া। একাধিকবার তলব, জিজ্ঞাসাবাদের পর, ফেব্রুয়ারি মাসে সিসোদিয়াকে গ্রেপ্তার করে ইডি। আবগারি দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই গ্রেপ্তার হয়েছেন আপের অপর এক সাংসদ। কেজরিওয়াল সহ তাঁর দল প্রথম থেকেই আবগারি দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছেন খোদ কেজরিওয়াল। দিন কয়েক আগে জামিনের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতে গিয়েছিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া। তবে সোমবার জানা গেল, সুপ্রিম কোর্ট সম্মতি জানাল না সিসোদিয়ার জামিনে। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৩৩৮ কোটি টাকার আর্থিক লেনদেনের বিষয়টি প্রতিষ্ঠিত হওয়ার মুখে। আপাতত আর জামিনের জন্য আবেদন করতে পারবেন না তিনি। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করতে না পারলে, তখন ফের জামিনের আবেদন করতে পারবেন সিসোদিয়া। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এখনও আপের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিজেপির মনোজ তিওয়ারি মন্তব্য করেছেন, শীর্ষ আদালতের সিদ্ধান্ত প্রমাণ করে দেয় এই দুর্নীতি মামলায় আপ জড়িত।
