আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করে মেরিল্যান্ড থেকে পালিয়ে এসেছিলেন ভারতে। কিন্তু শেষরক্ষা হল না। অভিযুক্ত অর্জুন শর্মাকে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করল ইন্টারপোল পুলিশ। 

নিখোঁজ অভিযোগ থেকে হত্যা তদন্তে মোড়:
মেরিল্যান্ডে বসবাসকারী ২৭ বছর বয়সী ভারতীয়-আমেরিকান ডেটা বিশ্লেষক নিকিতা রাও গোদিশালা গত ২ জানুয়ারি নিখোঁজ হন। এরপরই তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা পুলিশের কাছে নিঁখোজ ডায়েরি করেন। হাওয়ার্ড কাউন্টি পুলিশের কাছে দাবি করেন যে, তিনি  বর্ষবরণের রাতে নিকিতাকে শেষবার দেখেছিলেন।

এই দাবিই দ্রুতই সন্দেহে পরিণত হয়। পুলিশ নিশ্চিত করে যে, ২৬ বছর বয়সী অর্জুন শর্মা নিখোঁজ অভিযোগ দায়ের করার দিনই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

অভিযুক্তের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে লাশ উদ্ধার:
এরপর মেরিল্যান্ডের কলাম্বিয়ার টুইন রিভার্স রোডে অর্জুন শর্মার অ্যাপার্টমেন্টের হানা দেয় পুলিশ। জারি করা হয় তল্লাশি পরোয়ানা। তল্লাশিতে ৩ জানুয়ারি তদন্তকারীরা অর্জুনের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে তাঁর প্রাক্তন প্রেমিকা নিকিতা গোদিশালার মৃতদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, নিকিতার দেহে একাধিক ছুরি দিয়ে কোপানোর ক্ষত ছিল। যা একটি নৃশংস হামলার ইঙ্গিত করে। ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করা হয় এবং তদন্তকারীরা এটিকে একটি পারিবারিক অপরাধ বলে সন্দেহ করছেন।

হাওয়ার্ড কাউন্টি পুলিশ পরে শর্মার বিরুদ্ধে প্রথম- এবং দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। হত্যাকাণ্ডের নেপথ্যের উদ্দেশ্য এখনও তদন্তাধীন।

নিহত তরুণীর পেশাগত জীবন:
নিকিতা গোদিশালা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ভেদা হেলথ-এ ডেটা এবং স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র অনুসারে, তিনি সম্প্রতি কোম্পানিটির ‘অল-ইন অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। তিনি মেরিল্যান্ডের এলিকট সিটিতে থাকতেন এবং মৃত্যুর সময় একাই বসবাস করছিলেন বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক সমন্বয়ের পর গ্রেপ্তার:
আমেরিকা থেকে অর্জুন শর্মার চলে যাওয়ার পর তাকে খুঁজে বের করতে মার্কিন ফেডারেল সংস্থাগুলো ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। সূত্র জানিয়েছে, সংস্থাগুলোর মধ্যে ধারাবাহিক নজরদারি এবং তথ্য আদান-প্রদানের পর ইন্টারপোল পুলিশ অভিযুক্ত অর্জুন শর্মাকে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করেছে।

এরপর আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করা হবে। উল্লেখ্য, ভারত-আমেরিকার মধ্যে ফৌজদারি অপরাধ প্রত্যর্পণ চুক্তি রয়েছে। 

দূতাবাসের হস্তক্ষেপ:
ঘটনাটি জানাজানি হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে, তারা নিকিতা গোদিশালার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কনস্যুলার সহায়তা প্রদান করছে। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ রেখেছে।