আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্রকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নির্দেশানুসারে, সোমবার সংস্থার দপ্তরে হাজিরা দিয়েছেন অশোক পুত্র গেহলট। তাঁকে তলব করা হয়েছে মূলত বৈদেশিক মুদ্রার নিয়ম লঙ্ঘনের অভিযোগে। সোমবার ইডি বৈভবকে জয়পুরে কিম্বা দিল্লির সংস্থার সদর দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিল। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির দপ্তরে হাজিরা দেন বৈভব। সূত্রের খবর, রতন শর্মার সঙ্গে বৈভবের কথাবার্তা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা। ইডি গেহলট পুত্রকে তলব করার পরেই সরব হয়েছিল কংগ্রেস। সচিন পাইলট থেকে অশোক গেহলট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অশোক গেহলট সাফ জানিয়েছিলেন, তাঁর পুত্রের বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাঁর কেবল একটিই ট্যাক্সি কোম্পানি রয়েছে, আগে যেটির অংশীদার ছিলেন রতন কান্ত শর্মা। বর্তমানে দুজনে পৃথক ভাবে কাজ করছিলেন বলেও জানিয়েছেন অশোক গেহলট।
