দিন কয়েকের জন্য গায়েব ছিল কনকনে ঠান্ডার আমেজ। সপ্তাহের শুরুতেই ফের বিরাট পারদ পতন। একধাক্কায় কয়েক ডিগ্রি পারদ নামল জেলায় জেলায়। হাড়কাঁপানো ঠান্ডার ইনিংস ফের শুরু হল বাংলায়।
2
6
আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল। এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা কমে ১.৫ ডিগ্রি সেলসিয়াস।
3
6
আজ কালিম্পং, কল্যাণী ও বহরমপুরেও সর্বনিম্ন তাপমাত্রা কমে ৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
4
6
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, আজ থেকে জেলায় জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
5
6
অর্থাৎ চলতি সপ্তাহ জুড়েই বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডার স্পেল চলবে। মৌসম ভবন, বাংলায় চলতি সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। ঘন কুয়াশার দাপট থাকবে প্রায় প্রতি জেলাতেই।
6
6
সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে আজ তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে সতর্কতা জারি করা হয়নি।