আজকাল ওয়েবডেস্ক:‌ গরুপাচার মামলায় দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিলেন দেব। ঘাটালের তৃণমূল সাংসদকে ২১ ফেব্রুয়ারি তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন, সকাল ১১টা নাগাদ দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দেন দেব।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে দু’‌বার তাঁকে তলব করা হয়েছিল। তার মধ্যে প্রথমবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল সাংসদ–অভিনেতাকে। তারপর একবার তলব করে ইডি। তিনি হাজিরা দেন। এবার প্রায় দেড় বছর পর তাঁকে ফের তলব করল ইডি। অভিনেতা আগেই জানিয়েছিলেন, কোনওরকম আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। যতবার ডাকা হবে, ততবার তিনি হাজিরা দেবেন। তাই বুধবার ফের ইডির তলবে সাড়া দিলেন দেব।