রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ অক্টোবর ২০২৩ ১৬ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ছয়ে ছয়। লখনউয়ে ব্রিটিশ বধ ভারতের। টানা ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে আবার টেবিল শীর্ষে রোহিত শর্মারা। নবাবের শহরে চূর্ণ ব্রিটিশ দর্প। ১০০ রানে জিতল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারত। জবাবে ৩৮ ওভারে ১২৯ রানে অলআউট ইংল্যান্ড। ব্যাটে প্রথমে রোহিত-সূর্যকুমার। তারপর বল হাতে বিধ্বংসী বুমরা-শামি। আরও একটি জঘন্য পারফরম্যান্স বিশ্বচ্যাম্পিয়নদের। ছয় ম্যাচের পাঁচটিতে হার। এবারের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায় সবার ওপরে ইংল্যান্ডকে রেখেছিল অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু পুরো বুমেরাং। টেবিলের শেষে ইংল্যান্ড। সম্মানের লড়াইও জিততে ব্যর্থ বাটলাররা। প্রথম চার ম্যাচ মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনেই পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। ম্যাচের সেরাও হন। এদিনও দুর্ধর্ষ বাংলার পেসার। ৭ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন। নিখুঁত লাইন অ্যান্ড লেন্থ বজায় রেখে বল করলেন। আরও একটি ম্যাচ জেতানো পারফরম্যান্স শামির। দুই ম্যাচে মোট ৯ উইকেট। তাও আবার বিশ্বক্রিকেটের দুই অন্যতম সেরা শক্তি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। একেই বলে কামব্যাক।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। শুরুতেই সাফল্য পায় ইংল্যান্ড। রোহিত শর্মা ছাড়া ভারতের টপ অর্ডার রান পায়নি। ৯ রানে আউট হন শুভমন গিল। বিশ্বকাপে প্রথম শূন্য বিরাট কোহলির। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ শ্রেয়স আইয়ারও। বাজে শট খেলে মাত্র ৪ রানে আউট হন। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। কেএল রাহুলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন রোহিত। অনবদ্য ব্যাটিং ভারতের নেতার। সাধারণত বড় শট খেলতে পছন্দ করেন। কিন্তু উইকেটের চরিত্র বুঝে সতর্কতায় মোড়া ইনিংস রোহিতের। তবে নিজের ভুলেই শতরান হাতছাড়া করেন। ১০১ বলে ৮৭ রানে আউট হন। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১০টি চার। তবে একশো না পেলেও নতুন রেকর্ড রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করেন ভারতের তারকা ক্রিকেটার। পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন। ১৮ হাজারের ক্লাবে রয়েছেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। ৩৯ রান করে ফেরেন রাহুল। হার্দিকের জায়গায় নেমে সফল সূর্যকুমার যাদব। তবে মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৪৯ রানে আউট হন সূর্য। ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান তোলে ভারত।
জবাবে জঘন্য ব্যাটিং ইংল্যান্ডের। ৫০ ওভারের ম্যাচ খেলার মানসিকতা নেই থ্রি লায়ন্সদের। এবারের বিশ্বকাপের অধিকাংশ ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাটলাররা। এদিনও ৩৪.৫ ওভারে শেষ ইংল্যান্ডের ইনিংস। বুমরা, শামির আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ব্রিটিশরা।
ইংল্যান্ডের কোনও ব্যাটারই রান পায়নি। সর্বোচ্চ রান লিয়াম লিভিংস্টোনের। সাত নম্বরে নেমে ২৭ রান করেন। বাকিরা এলেন এবং গেলেন। খারাপ ফর্ম অব্যাহত বাটলারের। ১০ রানে আউট হন। ভারতীয় পেসারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পরে ইংল্যান্ডের ইনিংস। ৪ উইকেট নেন শামি। ৩ উইকেট শিকার বুমরার। জোড়া উইকেট কুলদীপের। লখনউয়ের চ্যালেঞ্জিং পিচে ৮৭ রান করার জন্য ম্যাচের সেরা রোহিত শর্মা।
নানান খবর

নানান খবর

দেখা গেল না ফিনিশার ধোনিকে, হেরে দুষলেন নিজেকে

ইডেনে নাইটদের বিরুদ্ধে নামার আগে রাজস্থান শিবিরে খারাপ খবর, শক্তি হারিয়ে নামছেন বৈভবরা

গোল করলেন মেসি, জয়ের রাস্তায় ফিরল মায়ামি

ভায়াদোলিদকে হারাল বার্সা, রিয়ালের থেকে এগিয়ে গেল সাত পয়েন্টে

'বৈভবকে আগলে রাখো', বিসিসিআই-এর কাছে অনুরোধ চ্যাপেলের, অজি গ্রেটের কথা কি শুনবে বোর্ড?

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও