আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের কাছে হার মেনে বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় হয়ে গেল বাংলার। 

নক আউটে পৌঁছতে হলে বড় ব্যবধানে জিততে হত বাংলাকে। কিন্তু ৪৬ বল বাকি থাকতে উত্তর প্রদেশ ৫ উইকেটে ম্যাচ জিতে নিল। 

প্রথমে ব্যাট করে বাংলার ইনিংস শেষ হয়ে যায় ২৬৯ রানে। ৪৫.১ ওভার ব্যাট করেন বাংলার ব্যাটাররা। বাংলার ইনিংসের সর্বোচ্চ রান করেন সুদীপ কুমার ঘরামি। ১০৬ বলে ৯৪ রান করেন তিনি। বাংলার বাকি ব্যাটারদের মধ্যে শাহবাজ আহমেদ ৫৪ বলে ৪৩ রান করেন। অন্যদিকে আকাশদীপ ১৬ বলে ৩৩ রানের চটজলদি ইনিংস খেলেন। সব মিলিয়ে বাংলা ২৬৯ রান করে। 

এই রানের পুঁজি নিয়ে  জিততে হলে বাংলার বোলারদের শুরু থেকে উইকেট তুলতে হত। কিন্তু মহম্মদ সামি, আকাশদীপরা উইকেট ফেলতে পারলেন না উত্তর প্রদেশের। ৪২.২ ওভারে ২৭২ রান করে উত্তর প্রদেশ ম্যাচ জিতে নেয়। 

উত্তর প্রদেশের এই দুরন্ত জয়ের পিছনে বড় অবদান ধ্রুব জুড়েলের। ৯৬ বলে ১২৩ রানে তিনি রান আউট হন। ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কায় সাজানো ছিল ধ্রুব জুড়েলের ইনিংস। অন্যদিকে আরিয়ান জুয়াল ৬৫ বলে ৫৬ রান করেন। অধিনায়ক রিঙ্কু সিং ২৬ বলে ৩৭ রানের ইনিংস খেলে উত্তর প্রদেশের জয় নিশ্চিত করেন। সামি সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট নেন। ঘরোয়া টুর্নামেন্টে সামি নাগাড়ে বল করে গেলেও বাংলাকে বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে তুলতে পারলেন না।