আজকাল ওয়েবডেস্ক: নিজের দোষ-ত্রুটি না শুধরে টেস্ট ম্যাচ থেকেই অবসর নিয়ে ফেললেন বিরাট কোহলি। দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এমনই বক্তব্য পেশ করেছিলেন। 

জো রুট, স্টিভ স্মিথ এখনও খেলে চলেছেন। তাঁদের ব্যাট কথা বলছে এখনও। অথচ কোহলি টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়ে কেবল ওয়ানডে ফরম্যাট খেলে চলেছেন। 

কোহলির এহেন পদক্ষেপ একেবারেই পছন্দ হয়নি মঞ্জরেকরের। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছিলেন, গত পাঁচ বছর ধরে কোহলি টেস্ট ফরম্যাটে সমস্যায় ভুগছেন। সেই সমস্যার সমাধান না করে, বিরাট কোহলি টেস্ট ফরম্যাট থেকেই সরে গেলেন। 

সঞ্জয় মঞ্জরেকরের এহেন সমালোচনার জবাবে বিরাট কোহলি কোনও মন্তব্য না করলেও তাঁর দাদা বিকাশ কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''বিরাট কোহলির নাম না নিলে কারও ডাল-রুটি জোটে না।'' 

এই প্রথম বিকাশ কোহলি যে সঞ্জয় মঞ্জরেকরের সমালোচনা করলেন তা নয়। এর আগেও মঞ্জরেকরের কটাক্ষের জবাব দিয়েছিলেন বিরাটের ভাই বিকাশ। 

আগে কোহলি সম্পর্কে বিরাট মন্তব্য করেছিলেন মঞ্জরেকর। তিনি বলেছিলেন, ''জো রুট টেস্ট ক্রিকেটে এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। আমার মনে পড়়ছে বিরাট কোহলির কথা। টেস্ট ক্রিকেট থেকে সরেই গেল বিরাট। অবসরের আগে গত পাঁচ বছরে বিরাট কিন্তু সমস্যায় পড়েছে, অথচ সেই ত্রুটি-বিচ্যুতির সমাধান করতে পারল না কোহলি।  এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার। কোহলি এই পাঁচ বছরে নিজের দুর্বলতা, সমস্যার সমাধান করার দিকে নজর দিল না। গত পাঁচ বছরে টেস্ট ফরম্যাটে কোহলির গড় ৩১। এটাই দুঃখের জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনরা টেস্ট ফরম্যাটে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে, আর বিরাট সরে গেল।'' 

 টেস্ট ফরম্যাট থেকে সরে গেলেও ওয়ানডেতে কোহলি বিরাট ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট কোহলি দুর্দান্ত পারফরম্যান্স করেন। ঘরোয়া ক্রিকেটেও কোহলির ব্যাট কথা বলেছে। 

১১ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ। সেই সিরিজের দিকে তাকিয় সবাই। এদিকে ওয়ানডে সিরিজ খেলার জন্য লন্ডন থেকে দেশে ফিরেছেন বিরাট। ভদোদরায় প্রথম ওয়ানডের বল গড়াবে। বিলেত থেকে ভদোদরায় পা রাখার পরে কোহলিকে ঘিরে বিরাট প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সমর্থকরা কোহলিকে একটু ছোঁয়ার অপেক্ষায় ছিলেন। বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের চেষ্টায় গাড়িতে চেপে ভদোদরা বিমানবন্দর ছাড়েন বিরাট কোহলি। 

আসন্ন ওয়ানডে সিরিজে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে ভক্তরা, সে কথা বলাই বাহুল্য।