একটানা দাবদাহ থেকে অবশেষে রেহাই। জুনের মাঝামাঝিতে দেশের অধিকাংশ রাজ্যে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার সকালে মেঘলা আকাশ, সঙ্গে টানা বৃষ্টি। একধাক্কায় কমল তাপমাত্রার পারদও। স্বস্তির আবহাওয়া আর কতদিন থাকবে?
2
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে টানা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে রাজ্যে। জারি রয়েছে চরম সতর্কতাও। একাধিক রাজ্যে অতি প্রবল বৃষ্টিতে বাড়তে পারে ভোগান্তিও। আগেভাগেই সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
3
6
আজ কর্ণাটকে অতি প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একইসঙ্গে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইয়ানামে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
6
অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সৌরাষ্ট্র ও কচ্ছে। কঙ্কন, গোয়া, ও মধ্য মহারাষ্ট্রে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
5
6
আজ উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে। আগামী ২২ জুন পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি হবে। ২৫ জুন হিমাচল প্রদেশে বর্ষা ঢুকতে পারে।
6
6
দিল্লিতে আজ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দিল্লিতে আগামী সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ থেকে রেহাই পাওয়া যাবে।