নোরা ফাতেহি ও টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সম্পর্ক ঘিরে পুরনো জল্পনা আবারও মাথাচাড়া দিল। ভূষণ বিবাহিত হওয়া সত্ত্বেও নোরার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন প্রথম সামনে আসে ২০২২ সালে। সেই সময় চলচ্চিত্র সমালোচক উমের সান্ধু একটি পোস্টে দাবি করেছিলেন, দু’জনের সম্পর্ক নাকি টানা দু’বছর ধরে চলছে এবং বিষয়টি ভুষণের স্ত্রী দিব্যা খোসলা কুমারেরও অজানা নয়। তখন ভুষণ ও দিব্যার বিচ্ছেদ নিয়েও নানা গুজব ছড়ায়, যদিও পরে সেই সব জল্পনা তাঁরা প্রকাশ্যে অস্বীকার করেন। সম্প্রতি এক ইনফ্লুয়েন্সারের পোস্ট ঘিরে আবার নতুন করে এই বিতর্ক উসকে উঠেছে।
একটি পুরনো রেডিট থ্রেড নতুন করে ভাইরাল হয়। তিন বছর আগের ওই আলোচনায় নোরার নাম জড়িয়ে ভূষণ কুমারের সঙ্গে সম্পর্কের অভিযোগ তোলা হয়েছিল। সেই থ্রেডে নোরা নিজে একটি মন্তব্য করেছিলেন, লিখেছিলেন ‘ওয়াও’। হাসির ইমোজি-স। সেই মন্তব্যের স্ক্রিনশট তুলে এক ব্যবহারকারী নতুন করে রেডিটে পোস্ট করেন, শিরোনাম দেন, ‘ভূষণ কুমারের সঙ্গে সম্পর্কের গুজবে একটি পোস্টে নোরার মন্তব্য।’ এরপর থেকেই শুরু হয় প্রতিক্রিয়া। কেউ লেখেন, ‘এমন মন্তব্য করেই বা কেন, এতে তো আরও নজর গেল’, কেউ আবার মজা করে লেখেন, ‘মিথ্যা বলো না নোরা।’
এর মাঝেই নোরার বর্তমান প্রেমজীবন নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে। একাধিক প্রতিবেদনে দাবি, নোরা নাকি মরক্কোর তারকা ফুটবলার আক্রফ হাকিমির সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি হাকিমি নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করতেই গুঞ্জন আরও জোরালো হয়। তার উপর নোরাকে মরক্কোতেও দেখা গেছে। আফ্রিকা কাপ অব নেশনস চলাকালীন মরক্কো থেকে নিজের একাধিক ছবি শেয়ার করেন নোরা। লাল জ্যাকেট, সাদা ক্রপ টপ ও জিনসে তাঁর সেই ছবিগুলি নতুন করে আলোচনায় আসে।
নোরা ফাতেহি ও আক্রফ হাকিমি, দু’জনেই মরক্কোর। এই মুহূর্তে বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের তালিকায় যাঁর নাম ঘোরাফেরা করে। সেই হাকিমি যেমন মাঠে দুর্দান্ত ফর্মে, তেমনই নোরাও অভিনয় ও নাচেক মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে আরও ভাল ভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন।
এই সম্পর্ক নিয়ে যদিও এখনও পর্যন্ত নোরা বা হাকিমি, কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে সবটাই আপাতত গুঞ্জনের স্তরেই রয়ে গেছে। তবে তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা ও চর্চা ক্রমেই বাড়ছে।
