টলিউডের ‘মেগাস্টার’ দেবের সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি পালক। ২০ বছরের অভিনয় জীবন এবং জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এবার ভারতীয় ডাকবিভাগের ডাকটিকিটে জায়গা করে নিলেন তিনি। সম্প্রতি অভিনেতা নিজেই সমাজমাধ্যমে এই বিশেষ খবরটি ভাগ করে নিয়েছেন, যা দেখে আপ্লুত তাঁর অগুনতি অনুরাগী।
নিজের নামে প্রকাশিত ডাকটিকিটের ছবি শেয়ার করে দেব আবেগঘন কণ্ঠে লেখেন, “আমি সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট প্রকাশ করার জন্য ইন্ডিয়া পোস্ট-কে আমার আন্তরিক ধন্যবাদ। এই ধরনের সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়া আমার কল্পনারও অতীত ছিল। এই স্বীকৃতি যেমন মানুষের ভালবাসা ও বিশ্বাসের অবদান, তেমনই আমার মানুষ হিসেবে গড়ে ওঠার এই দীর্ঘ পথচলারও প্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।”
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেব কেবল একজন অভিনেতা নন, ঘাটালের সাংসদ হিসেবেও তিনি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন। ফলে তাঁর নিজের নির্বাচনী এলাকায় এই সম্মান প্রদান এক অনন্য মাত্রা যোগ করেছে। ডাকটিকিটটিতে দেবের প্রতিকৃতি এবং তাঁর অবদানের উল্লেখ রয়েছে, যা তাঁর কর্মজীবনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
টলিউডে ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে পথচলা শুরু হয়েছিল মুম্বই ফেরত এক সাধারণ ছেলের। তারপর বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে তিনি আজ টলিউডের শীর্ষস্থানীয় নায়ক এবং সফল প্রযোজক। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্যধারার বিষয়ভিত্তিক ছবিতে তাঁর অভিনয় বারবার প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি তাঁর সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতাই তাঁকে আজ এই বিরল সম্মানের অধিকারী করেছে।
দেবের এই পোস্ট দেখার পর থেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের সহকর্মীরাও তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অনুরাগীদের মতে, একজন অভিনেতার নামে ডাকটিকিট প্রকাশ হওয়া কেবল দেবের একার নয়, বরং সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের গর্ব। এই উদ্যোগের মাধ্যমে দেবের কেরিয়ারে যেমন নতুন দিগন্ত খুলে গেল, তেমনই এটি তাঁর দীর্ঘ দু'দশকের কঠোর পরিশ্রমের এক সার্থক স্বীকৃতিও বলা চলে।
