নিতাই দে, আগরতলা: ত্রিপুরার লিচুবাগানে সরকারি চারুকলা বিদ্যালয়ের সরস্বতী প্রতিমা ঘিরে বিতর্ক। পুজোর আসরে বজরং দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। পুজোকে ঘিরে উত্তাল সরকারি চারুকলা বিদ্যালয়। বজরং দলের দাবি, বিদ্যালয়ের তরফে যে নিমন্ত্রণ কার্ড বানানো হয়েছে তাতে সরস্বতীর নগ্ন ছবি রয়েছে। এমনকি আরাধনা করা হচ্ছে নগ্ন প্রতিমাকেই। বজরং দলের রাজ্য সংযোগকারী টুটন সাহার বক্তব্য, দেবদেবী এবং হিন্দু ধর্মের অপমান বজরং দল মেনে নেবে না।
বজরং দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে পুজোর ঘটের শাড়ি দিয়ে নগ্ন সরস্বতী প্রতিমার শরীর ঢেকে দেওয়া হয় এদিন। কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য জানান, ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের শিল্পকলাকে অনুকরণ করেই এই প্রতিমা বানানো। তবে ভবিষ্যতে এরকম মূর্তি না বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বজরং দলের সামনেই এই নগ্ন প্রতিমার বিসর্জন দেওয়া হয়। ঘটের মাধ্যমে পুজো এবং অঞ্জলি হয়।
বজরং দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে পুজোর ঘটের শাড়ি দিয়ে নগ্ন সরস্বতী প্রতিমার শরীর ঢেকে দেওয়া হয় এদিন। কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য জানান, ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের শিল্পকলাকে অনুকরণ করেই এই প্রতিমা বানানো। তবে ভবিষ্যতে এরকম মূর্তি না বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বজরং দলের সামনেই এই নগ্ন প্রতিমার বিসর্জন দেওয়া হয়। ঘটের মাধ্যমে পুজো এবং অঞ্জলি হয়।
