আজকাল ওয়েবডেস্ক: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আচমকাই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পড়েন এক মহিলা। ঘটনার জেরে অফিস থেকে বাড়ি ফেরার সময় বেশ খানিকটা সময় বন্ধ থাকে ট্রেন চলাচল।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৯ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। যার ফলে বন্ধ করে দেওয়া হয় যতীন দাস পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। পরে আংশিক মেট্রো পরিষেবা চালু করা হলেও যতীন দাস পার্ক থেকে একদিকে মহানায়ক উত্তমকুমার এবং অন্য দিকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল দীর্ঘ ক্ষণ। ৬টা ৪১ মিনিটে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী এবং আরপিএফ জানিয়েছে, যিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি বেঁচে রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৯ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। যার ফলে বন্ধ করে দেওয়া হয় যতীন দাস পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। পরে আংশিক মেট্রো পরিষেবা চালু করা হলেও যতীন দাস পার্ক থেকে একদিকে মহানায়ক উত্তমকুমার এবং অন্য দিকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল দীর্ঘ ক্ষণ। ৬টা ৪১ মিনিটে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী এবং আরপিএফ জানিয়েছে, যিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি বেঁচে রয়েছেন।
