তিনিই তো বাঙালিকে প্রেমে পড়তে শিখিয়েছেন। তাঁর রোমান্সে বাঙালিয়ানার খোশবাই। তিনি ঘাড় বাঁকিয়েছেন। বাঙালি মেয়েদের লাবডুব বেড়েছে। তাঁর কটাক্ষ মদনবাণকেও হার মানায়। ভ্যালেন্টাইন্স ডে তাই উত্তমকুমার ছাড়া বৃথা। এই উপলব্ধি একমাত্র সৃজিত মুখোপাধ্যায়ের। তাই প্রেমের দিনে মহানায়ক আসছেন। সে কথা তিনি নিজমুখে জানিয়েওছেন! সোমবার কনে দেখা আলোয় মহানায়কের মাদকতা মেশানো কণ্ঠ ছড়িয়ে পড়তেই গায়ে কাঁটা সবার! উত্তম কীভাবে কথা বলছেন? তা হলে কি AI-এর কারসাজি? মুখ খোলেননি পরিচালক। তারপরেও আজকাল ডট ইনের কাছে অন্য খবর। মঞ্চ এবং পর্দার জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ মহানায়কের কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছে। শুধুই এই অংশটুকুই নয়, তিনি গোটা ছবিতেই কমবেশি গলা দিয়েছেন।
মহানায়ক আরও জানিয়েছেন, বাংলার ‘হিয়া নস্টাল’ করতে তাঁকে নিয়ে বানানো ‘অতি উত্তম’ ছবির ‘সঁইয়া বেইমান’ গান মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। গেয়েছেন মোনালি ঠাকুর। গান সৃজিতের ছবিতে বরাবর রামধনু রং ছড়িয়ে দেয়। নিজেই চরিত্র হয়ে ওঠে। সেই ধারা যে এই গানেও থাকবে সে বিষয়ে আশ্বস্ত করেছেন সানাই। তিনি সৃজিতের ‘এক্স=প্রেম’-এর প্রতিটি গানে ভালবাসার নেশা ধরিয়েছিলেন। এই ছবির গানও তাই ‘অতি উত্তম’ হবে, আশা সৃজিত-সপ্তকের অনুরাগীদের। ছবিমুক্তি ২২ মার্চ। প্রযোজনায় ক্যামেলিয়া।
গান নিয়ে সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সপ্তকসানাইয়ের সঙ্গে। তিনি বললেন, "২০১৪-১৫র আমার এই গান। সৃজিতদা পছন্দ করার পরে কাকে দিয়ে গাওয়াব, এই নিয়ে আলোচনা। অনেক বাছাইয়ের পরে নির্বাচিত হন মোনালি। কারণ, রাগপ্রধান গান। এমন গান এই প্রজন্মের কোন গায়িকা গাইতে পারেন? তখনই নাম উঠে আসে মোনালির। এই ছবির গান দিয়ে আমার সুরকার দুনিয়ায় হাতেখড়ি। গানটি রাগ খাম্বাজের উপরে তৈরি।" ছবিতে মোট পাঁচটি গান। গেয়েছেন রূপঙ্কর বাগচি, পাপন, উপল চট্টোপাধ্যায়, অর্ণব চক্রবর্তী এবং সানাই নিজে। তিনি আরও জানিয়েছেন, একটি গান একদম কিশোরকুমারীয় ভঙ্গিতে তৈরি। সেই গানটি গেয়েছেন অর্ণব। গানজুড়ে পর্দায় থাকবেন মহানায়ক!
নিজের ছবির গানপ্রচারের দায়িত্ব মহানায়ক নিজের কাঁধে তুলে নিতেই হইহই কাণ্ড। ছোট্ট প্রচারবার্তা শুরু হয়েছে ‘সন্ন্যাসী রাজা’র বিখ্যাত সংলাপ দিয়ে, ‘‘তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ? কিন্তু বিশ্বাস কর, রাজা হতে আমি এখানে আসিনি।’’ মহানায়কের আরও দাবি, তিনি প্রেমিক ছিলেন প্রেমিক থাকবেনও। তাঁকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি করা ছবির একটি গান মুক্তি পাচ্ছে ভালবাসা দিবসে। সঙ্গে আন্তরিক অনুরোধ, ‘‘দেখতে ভুলো না।’’ এই আবেদন দর্শক-শ্রোতা ফেরাবে কী করে? একই ভাবে ভিডিওর একদম শুরুতে কণ্ঠস্বরের সঙ্গে মহানায়কের নানা ছায়াছবির স্থির চিত্র। ছবির রিল আকারে দৃশ্যমান। পরে সেটিই বদলে গিয়েছে রঙিন দৃশ্যকল্পে। একটি বেঞ্চ। আকাশের তারা আর ল্যাম্পপোস্টের মৃদু আলো মায়া ছড়িয়েছে তার উপরে। বেঞ্চকে ঘিরে রেখেছ স্বপ্নের মেঘ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
মহানায়ক আরও জানিয়েছেন, বাংলার ‘হিয়া নস্টাল’ করতে তাঁকে নিয়ে বানানো ‘অতি উত্তম’ ছবির ‘সঁইয়া বেইমান’ গান মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। গেয়েছেন মোনালি ঠাকুর। গান সৃজিতের ছবিতে বরাবর রামধনু রং ছড়িয়ে দেয়। নিজেই চরিত্র হয়ে ওঠে। সেই ধারা যে এই গানেও থাকবে সে বিষয়ে আশ্বস্ত করেছেন সানাই। তিনি সৃজিতের ‘এক্স=প্রেম’-এর প্রতিটি গানে ভালবাসার নেশা ধরিয়েছিলেন। এই ছবির গানও তাই ‘অতি উত্তম’ হবে, আশা সৃজিত-সপ্তকের অনুরাগীদের। ছবিমুক্তি ২২ মার্চ। প্রযোজনায় ক্যামেলিয়া।
গান নিয়ে সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল সপ্তকসানাইয়ের সঙ্গে। তিনি বললেন, "২০১৪-১৫র আমার এই গান। সৃজিতদা পছন্দ করার পরে কাকে দিয়ে গাওয়াব, এই নিয়ে আলোচনা। অনেক বাছাইয়ের পরে নির্বাচিত হন মোনালি। কারণ, রাগপ্রধান গান। এমন গান এই প্রজন্মের কোন গায়িকা গাইতে পারেন? তখনই নাম উঠে আসে মোনালির। এই ছবির গান দিয়ে আমার সুরকার দুনিয়ায় হাতেখড়ি। গানটি রাগ খাম্বাজের উপরে তৈরি।" ছবিতে মোট পাঁচটি গান। গেয়েছেন রূপঙ্কর বাগচি, পাপন, উপল চট্টোপাধ্যায়, অর্ণব চক্রবর্তী এবং সানাই নিজে। তিনি আরও জানিয়েছেন, একটি গান একদম কিশোরকুমারীয় ভঙ্গিতে তৈরি। সেই গানটি গেয়েছেন অর্ণব। গানজুড়ে পর্দায় থাকবেন মহানায়ক!
নিজের ছবির গানপ্রচারের দায়িত্ব মহানায়ক নিজের কাঁধে তুলে নিতেই হইহই কাণ্ড। ছোট্ট প্রচারবার্তা শুরু হয়েছে ‘সন্ন্যাসী রাজা’র বিখ্যাত সংলাপ দিয়ে, ‘‘তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ? কিন্তু বিশ্বাস কর, রাজা হতে আমি এখানে আসিনি।’’ মহানায়কের আরও দাবি, তিনি প্রেমিক ছিলেন প্রেমিক থাকবেনও। তাঁকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি করা ছবির একটি গান মুক্তি পাচ্ছে ভালবাসা দিবসে। সঙ্গে আন্তরিক অনুরোধ, ‘‘দেখতে ভুলো না।’’ এই আবেদন দর্শক-শ্রোতা ফেরাবে কী করে? একই ভাবে ভিডিওর একদম শুরুতে কণ্ঠস্বরের সঙ্গে মহানায়কের নানা ছায়াছবির স্থির চিত্র। ছবির রিল আকারে দৃশ্যমান। পরে সেটিই বদলে গিয়েছে রঙিন দৃশ্যকল্পে। একটি বেঞ্চ। আকাশের তারা আর ল্যাম্পপোস্টের মৃদু আলো মায়া ছড়িয়েছে তার উপরে। বেঞ্চকে ঘিরে রেখেছ স্বপ্নের মেঘ।
View this post on Instagram
