আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। মৃতের নাম, সিদাম হালদার। গোপালগঞ্জ গায়েনের চকের বাসিন্দা ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, গোপালগঞ্জ গ্রাম থেকে ৪ জন মৎসজীবী সুন্দরবনের জঙ্গলে নদীতে মাছ ধরতে যান।
সোমবার কাকভোরে খবর আসে সিদামের উপর বাঘে হামলা করেছে। ইতিমধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার করে গ্রামের দিকে রওনা দিয়েছেন গ্রামবাসীরা।