আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একহাত নিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, অর্থমন্ত্রী আপার ভদ্রা প্রোজেক্টের জন্য ৫ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করেননি অর্থমন্ত্রী। এছাড়া আরও ১১ হাজার কোটি টাকার বেশি অর্থ কর্ণাটক পাবে বলেও দাবি করেন সিদ্দারামাইয়া। তিনি আরও বলেন, কর্ণাটকের প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোনও দায়িত্ব পালন করেননি। ভোটের আগে এই বাজেটে শুধু ভোটের কথাই বেশি করে বলা হয়েছে। পাশাপাশি বিজেপি নিজেদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। অথচ বাজেটে কর্ণাটকের জন্য যে বরাদ্দ করার কথা ছিল তা করা হয়নি। সামনেই লোকসভা ভোট। তার আগে বিজেপি শুধু ভোটের কথা মনে রেখেছে। তবে কর্ণাটকের প্রতি যে অবিচার করা হয়েছে তার ফল আগামীদিনে বিজেপিকে ভোগ করতে হবে বলে জানিয়ে দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কর্ণাটকবাসী এর ফল বিজেপিকে ঠিক দিয়ে দেবে।