আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম তিনি গেরুয়া শিবিরের হাত ধরলেন তেমনটা নয়। আগেও এসেছিলেন, আবার মাঝে মাঝে ফিরে গিয়েছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে। তবে আচমকা মহাগঠবন্ধন ত্যাগ করে গেরুয়া শিবিরের হাত ধরে বিহারের নতুন সরকার গড়ে নীতীশ বলেছিলেন, আর বদল নয়। নবম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে, বুধবার প্রথম সাক্ষাৎ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আর সাক্ষাৎ শেষে বললেন, "এখানেই চিরকাল"। তিনি দেখা করেছেন জে পি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গেও। যদিও আস্থা ভোটের আগে নীতীশের এই সাক্ষাৎপর্ব রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের কথা হয়েছে। সঙ্গেই মনে করিয়ে দেন, তাঁরা একসঙ্গে রয়েছেন ১৯৯৫ থেকে। মাঝের সময়ে এক দুবার তিনি দল বদল করেছেন ঠিকই, তবে এবার যে আর একবারও তা করবেন না সেকথাই এদিন বলেছেন সাক্ষাৎ শেষে।
Nitish Kumar: 'এখানে চিরকাল', মোদির সঙ্গে সাক্ষাৎ সেরে বার্তা নীতীশের
আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম তিনি গেরুয়া শিবিরের হাত ধরলেন তেমনটা নয়। আগেও এসেছিলেন, আবার মাঝে মাঝে ফিরে গিয়েছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে। তবে আচমকা মহাগঠবন্ধন ত্যাগ করে গেরুয়া শিবিরের হাত ধরে বিহারের নতুন সরকার গড়ে নীতীশ বলেছিলেন, আর বদল নয়। নবম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে, বুধবার প্রথম সাক্ষাৎ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আর সাক্ষাৎ শেষে বললেন, "এখানেই চিরকাল"। তিনি দেখা করেছেন জে পি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গেও। যদিও আস্থা ভোটের আগে নীতীশের এই সাক্ষাৎপর্ব রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের কথা হয়েছে। সঙ্গেই মনে করিয়ে দেন, তাঁরা একসঙ্গে রয়েছেন ১৯৯৫ থেকে। মাঝের সময়ে এক দুবার তিনি দল বদল করেছেন ঠিকই, তবে এবার যে আর একবারও তা করবেন না সেকথাই এদিন বলেছেন সাক্ষাৎ শেষে।
