আজকাল ওয়েবডেস্ক: মিথ্যে ঘটনায় সহপাঠীদের সামনে দুই দলিত ছাত্রীকে তুমুল বকাঝকা শিক্ষকের। এই ঘটনাকে কেন্দ্র করেই হায়দরাবাদে সরকারি হস্টেলে আত্মঘাতী দশম শ্রেণির ২ দলিত কিশোরী। হস্টেলের ঘর থেকে যে সুইসাইড নোট পাওয়া গেছে, তাতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুই ছাত্রী।
পুলিশ সূত্রে খবর, জুনিয়র ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ওই দুই ছাত্রীকে বকাঝকা করেন ওই শিক্ষক। ঘটনাটির আগে নিচু ক্লাসের কয়েকজন ছাত্রীর অভিভাবকরা অভিযোগ জানান স্কুলে। সেই ভিত্তিতে দুই দলিত কিশোরীকে বকা দেন শিক্ষক। ছোট একটি ঘটনা ঘিরে অভিযুক্ত শিক্ষক দলিত কিশোরীদের চরম অপমান করেছিলেন বলে জানা গিয়েছে।
সুইসাইড নোটে ছাত্রীরা লিখেছিলেন, মিথ্যে ঘটনার শাস্তি পেতে হচ্ছে তাদের। কোনও জুনিয়রের সঙ্গেই তারা দুর্ব্যবহার করেনি। এই কারণেই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা।
পুলিশ সূত্রে খবর, জুনিয়র ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ওই দুই ছাত্রীকে বকাঝকা করেন ওই শিক্ষক। ঘটনাটির আগে নিচু ক্লাসের কয়েকজন ছাত্রীর অভিভাবকরা অভিযোগ জানান স্কুলে। সেই ভিত্তিতে দুই দলিত কিশোরীকে বকা দেন শিক্ষক। ছোট একটি ঘটনা ঘিরে অভিযুক্ত শিক্ষক দলিত কিশোরীদের চরম অপমান করেছিলেন বলে জানা গিয়েছে।
সুইসাইড নোটে ছাত্রীরা লিখেছিলেন, মিথ্যে ঘটনার শাস্তি পেতে হচ্ছে তাদের। কোনও জুনিয়রের সঙ্গেই তারা দুর্ব্যবহার করেনি। এই কারণেই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা।
