আজকাল ওয়েবডেস্ক: দিনে দিনেই বাড়ছে পথ দুর্ঘটনা। নানা সচেতনতা অবলম্বনের পন্থা থাকলেও অনেকেই মানছেন না সেসব। এবার সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ কনের বাবার। মেয়ের বিয়েতে অতিথিদের হাতে তুলে দিলেন হেলমেট। সামাজ মাধ্যমে অতিথিদের বিয়ের অনুষ্ঠানে হেলমেট পরে উচ্ছ্বাস প্রকাশের ছবি ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। সে রাজ্যের কোরবায় সেদ যাদব নামের এক ব্যক্তি এই অভিনব পন্থা অবলম্বন করেছেন। তাঁর কন্যা নীলিমা, যে নিজে একজন ক্রিড়া শিক্ষক, তাঁর বিয়ের অনুষ্ঠান ছিল। যে সমস্ত অতিথিরা বাইকে করে বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন, তাঁদের সকলকে উপহার হিসেবে একটি করে হেলমেট তুলে দেন কনের বাবা। জানিয়েছেন, দিনে দিনে বেড়ে চলা পথ দুর্ঘটনা দেখে মনে করেন, মেয়ের বিয়ের অনুষ্ঠানই তাঁর কাছে সেরা মাধ্যম এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়ার জন্য। তিনি উপস্থিত অতথিদের মদ্যপান করে গাড়ি না চালানোর বার্তাও দিয়েছেন। অন্তত ৬০ জনকে হেলমেট দিয়েছেন মেয়ের বিয়েতে। সেদ যাদবের পরিবারের সকলেই এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আত্মীয়রা অনেকেই তাঁকে সমর্থন করে বিয়ের অনুষ্ঠানে হেলমেট পরে নাচ করেন, যে ভিডিওটিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
