তীর্থঙ্কর দাস: পুনম পাণ্ডের মৃত্যু ঘিরে বিতর্ক শুরু হয়েছিল শুক্রবার। নিজের মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিলেন সমাজমাধ্যমে। জরায়ু মুখ ক্যানসারের মতন রোগকে ব্যবহার করে নিজের সস্তা প্রচারের জন্য আইনি চিঠি পাঠানো হল পুনমকে। শুক্রবার সকালে পুনমের সোশ্যাল মিডিয়ায় তাঁর ম্যানেজারের পুনমের মৃত্য হয়েছে লিখে পোস্ট ঘিরে হইচই পড়ে যায়। কিন্তু তা ছিল ভুয়ো। এবার মডেল–অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠালেন কলকাতার সমাজকর্মী অমিত রায়। দক্ষিণ কলকাতার বাসিন্দা অমিত আজকাল ডট ইনকে জানিয়েছেন, ‘পুনম পাণ্ডেকে ক্ষমা চাইতে হবে, না হলে তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করব।’ কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন শচীন বসুর মাধ্যমে নোটিশ দেওয়া হয়েছে পুনম পাণ্ডেকে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারকেও পাঠানো হয়েছে এই নোটিশের প্রতিলিপি।
অমিত রায় জানাচ্ছেন, পুনম পাণ্ডের এই কীর্তিতে তিনি বিরক্ত। তাঁর কথায়, ‘অনুগামীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে। সস্তার প্রচার পাওয়ার চেষ্টা করেছেন পুনম পাণ্ডে। সেই কারণেই আইনি পদক্ষেপের দিকে এগিয়েছি। উনি যদি জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে আগামী দিনে আমি জনস্বার্থ মামলা করব।’
অমিত রায় জানাচ্ছেন, পুনম পাণ্ডের এই কীর্তিতে তিনি বিরক্ত। তাঁর কথায়, ‘অনুগামীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে। সস্তার প্রচার পাওয়ার চেষ্টা করেছেন পুনম পাণ্ডে। সেই কারণেই আইনি পদক্ষেপের দিকে এগিয়েছি। উনি যদি জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে আগামী দিনে আমি জনস্বার্থ মামলা করব।’
