
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুরসভার অন্তর্গত রঘুনাথগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে এবং ফুটপাত দখলমুক্ত করতে রবিবার সকাল থেকে অভিযানে নামল রঘুনাথগঞ্জ থানা ও সদর ট্রাফিক পুলিশ।
মুর্শিদাবাদ জেলার উন্নতম পুরনো শহর রঘুনাথগঞ্জ। শহরের রাস্তাঘাট বেশি চওড়া নয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত সহ আশেপাশের জেলা থেকে প্রতিদিন বহ মানুষ এই শহরে আসেন চিকিৎসার প্রয়োজনে। তবে ফুটপাত ছাড়িয়ে বেশ কিছু ব্যবসায়ী এখন রাস্তার উপর তাদের পসরা সাজিয়ে বসছেন। ফলে এই শহরে এখন যানজট নিত্যদিনের ঘটনা।
স্থানীয় মানুষদের অভিযোগ রঘুনাথগঞ্জ শহরে ঢোকার মুখে বেশ কয়েকটি জায়গায় প্রতিদিনই যানজট হচ্ছে। বিশেষ করে শহরের দাদা ঠাকুর মোড় সংলগ্ন এলাকা ও জঙ্গিপুর সেতুর মুখে প্রতিদিন সাধারণ মানুষকে যানজটের কবলে পড়তে হয়।
সাধারণ মানুষকে যানজটের সমস্যা থেকে মুক্তি দিতে এবার আসরে নামলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জঙ্গিপুর পুরসভার আধিকারিকেরা। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান এবং রঘুনাথগঞ্জ থানার আইসি আজ পথে নেমে সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করে দেন। আজ সমস্ত ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে সোমবার থেকে ফুটপাথ এবং রাস্তা বন্ধ করে ব্যবসা করা হলে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।
জঙ্গিপুর পুরসভা চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, “ফুটপাত দখল করে ব্যবসা করা এবং দোকানের সামনে রাস্তার উপর জিনিসপত্র রাখার ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষেরা। ফুটপাত দখলমুক্ত করতে এর আগে শহরে মাইকিং এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছিল”।
রবিবার একইভাবে পুলিশকে সঙ্গে নিয়ে এই বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হল বলে জানিয়ে তিনি বলেন," পুরসভার কাছে এবং পুলিশ-প্রশাসনের কাছে শহরের বহু মানুষ অনেকদিন ধরেই এই ফুটপাতগুলো দখল হয়ে যাওয়া নিয়ে অসন্তোষ ও অভিযোগ জানাচ্ছিলেন। সেই মতোই পুলিশ এবার পদক্ষেপ করছে। তবে এই মুহূর্তে কোনও জরিমানার আদায় করা হচ্ছে না। তবে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের পর যদি আবার ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগ ওঠে তাহলে মোটা টাকা জরিমানা আদায় করা হবে।”
প্রসঙ্গত, গত বছরে অক্টোবর মাসে রঘুনাথগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালায় জঙ্গিপুর পুরসভা। সেইসময় জঙ্গিপুর সুপার স্পেসালিটি হাসপাতালের সামনে ও ফুলতলা রোডে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযানে নামে পুরসভা। বহু অবৈধ দোকান ভাঙার পাশাপাশি বেশ কিছু দোকান ঘর সেইসময় সরিয়েও দেওয়া হয়েছিল৷ পুলিশ -প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে ফের যাতে ব্যবসায়ীরা ফুটপাথ এবং রাস্তা দখল না করতে পারেন সেদিকে তাদের নজর থাকবে।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে