আজকাল ওয়েবডেস্ক:  মীরাট থেকে ধৃত পাকিস্তানী আইএসআই এজেন্ট। ধৃতের নাম সত্যেন্দ্র শিওয়াল। তাঁকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। জানা গিয়েছে বিদেশ মন্ত্রকে কাজ করত এই ধৃত আইএসআই এজেন্ট। তাঁকে মস্কোতে ভারতীয় দূতাবাসে পোস্টিং করা হয়েছিল। ২০২১ সাল থেকে সত্যেন্দ্র সেখানে কাজ করছিল। তাঁকে মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে কাজে নিযুক্ত করা হয়েছিল। সরকারি সূত্রে খবর, এটিএসের কাছে বিশেষ সূত্রে খবর আসে মস্কোতে ভারতীয় দূতাবাসে একজন গুপ্তচর রয়েছে। এরপরই এটিএসের অফিসাররা সত্যেন্দ্র সিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে। সত্যেন্দ্রর কাছ থেকে উপযুক্ত জবাব না পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেরায় সত্যেন্দ্র জানিয়েছে, অর্থের বিনিময়ে সে সরকারি কর্মীদের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর তথ্য সংগ্রহ করত। ভারতীয় দূতাবাস থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিরক্ষা বিভাগের তথ্য আইএসআইয়ের কাছে পৌঁছে দিয়েছে।